Gender এর আভিধানিক অর্থ হল লিঙ্গ। অর্থাৎ Gender হচ্ছে কোন noun বা pronoun এর সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ঐ noun বা pronoun টি স্ত্রী, পুরুষ, ক্লীব না কি উ ভয় লিঙ্গ।

Types of Gender



Gender সাধারনত চার প্রকার

  • Masculine Gender ( পুং লিঙ্গ)
  • Feminine Gender ( স্ত্রী লিঙ্গ)
  • Neuter Gender (ক্লীব লিঙ্গও)
  • Common Gender (উভয় লিঙ্গ)

i. Masculine Gender


যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বাচক অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে। যেমনMan, Boy, Brother, Bull, He, Dog, Cock ইত্যাদি।

ii. Feminine Gender


যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বাচক অবস্থাকে বোঝায় তাকে Feminine Gender বলে। যেমনWoman, Cow, Sister, Girl, She, Bitch, Hen ইত্যাদি।

iii. Neuter Gender


যে noun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা পুরুষ কোন অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে। যেমন - Book, Pen, Table ইত্যাদি।

iv. Common Gender


যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোন অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে। যেমনBaby, Cousin, Student, Teacher, Citizen, Enemy ইত্যাদি।

Gender পরিবর্তন এর নিয়ম


Rule 1 –
কতগুলো noun এর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে Feminine Gender করতে হয়। যেমন

MasculineFeminine
FatherMother
BrotherSister
HusbandWife
KingQueen
FoxVixen
DogBitch
MaleFemale
UncleAunt
WizardWitch
BullCow
LordLady
SirMadam
TailorSeamstress
PapaMamma


Rule 2 –
কতগুলো noun এর শেষে “ess” যুক্ত করে Feminine Gender করতে হয়। যেমন-


MasculineFeminine
AuthorAuthoress
BaronBaroness
CountCountess
HeirHeiress
PeerPeeress
ProphetProphetess
StewardStewardess
ManagerManageress
GodGoddess
PriestPriestess
HostHostess
JewJewess
LionLioness
PoetPoetess


Rule 3-
কতগুলো Masculine noun এর শেষের vowel তুলে দেয়ার পর উহাদের শেষে “ess” যোগ করে Feminine করতে হয়। যেমন


MasculineFeminine
ActorActress
ConductorConductress
HunterHuntress
InstructorInstructress
SongsterSongstress
TraitorTraitors
BenefactorBenefactress
TigerTigress
Director directressdirectress



Post a Comment